আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে ঘরের সকল মালামাল খুইয়েছে এক পরিবার। চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধর করে হাসপাতালে ভর্তি।

জানা গেছে, রাতের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঘরের মালামাল নিয়ে গেছে অজ্ঞানপাটির সদস্যরা। অচেতন অবস্থায় একই পরিবারের ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রকত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের সুকেন বাড়ৈর বাড়িতে তাদের রাতের খাবারের সাথে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার রাতে ওই খাবার খেয়ে সুকেন বাড়ৈ (৪৫), তার স্ত্রী বিউটি বাড়ৈ (৩০), মেয়ে সুমা বাড়ৈ (১৭) ও রত্নবাড়ৈ (১২)খেয়ে অজ্ঞান হয়ে যায়। সুযোগে অজ্ঞানপাটির সদস্যরা ঘরে ঢুকে সকল মুল্যবান মালামাল নিয়ে যায়।

শনিবার সকালে ওই ঘরের কেউ ঘুম থেকে না উঠায় বাড়ি লোকজন তাদের ঘরের পিছনের দরজা খোলা দেখে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের রাতের খাবারে কি জাতীয় নেশা মেশানো ছিল নিশ্চিত হওয়া যায়নি।

(টিবি/এসপি/মার্চ ১৬, ২০১৯)