নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন, নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বন্ধু ৮৪ ব্যাচের চলচ্চিত্র উৎসব কমিটির আহবায়ক রবিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক মতিন রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চলচিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলী ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, দেশের চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরেছে। তাই নিজস্ব ভাষা ও শিল্প সংস্কৃতিকে ভালবেসে বাংলা তথা দেশীয় চলচ্চিত্র দেখতে প্রেক্ষাগৃহে আসার আহবান জানান তারা। তিন দিনের এই উৎসবে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশীয় বাংলা সিনেমা প্রদর্শন করা হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে আয়োজন।

(বিএম/এসপি/মার্চ ১৬, ২০১৯)