স্টাফ রিপোর্টা: ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াতের প্রেসক্রিপসনেই বিএনপির ঢাকা মহানগর কমিটি হয়েছে।

রাজধানীর প্রেস ক্লাবে কৃষকলীগ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নবনিযুক্ত বিএনপির মহানগর কমিটির মূল নেতৃত্বে যিনি এসেছেন তিনি জামায়াত অরিয়েন্ডেড লোক।’

বিএনপিকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ঈদের পর কেন আরও কয়েক বছর বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাদের আন্দোলনের প্রস্তুতি না নিয়ে সংগঠন গোছানোর কাজ করা উচিত।

যেকোনো আন্দোলন দলীয়ভাবে মোকাবেলা জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। কোনো ক্রমেই দেশে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সহ্য করা হবে না। তার জন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর ভাবে আন্দোলন মোকাবেলা করা হবে। তবে নিয়মতান্ত্রিক আন্দোলন করা হলে কোনো বাধা দেওয়া হবে না বলেও এ সময় উল্লখ করেন তিনি।

বিএনপি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির আন্দোলনের হুমকি সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে নয় পুরো দেশের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্র করছে দেশের জনগনের বিরুদ্ধে।

বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রের চেয়ে কৃষিতে বেশি সফলতা পেয়েছে দাবি করে তিনি এ জন্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘কৃষিমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য দেওয়ার জন্য দেশে যে কার্যক্রম চালিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কৃষিবিদ অধ্যাপক এম কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন ড. মিজানুল হক। সেমিনারে উপস্থিত ছিলেন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা ও সংসদ সদস্য উম্মে কুলসুম।

(ওএস/এইচআর/জুলাই ২৪, ২০১৪)