স্টাফ রির্পোটার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়ার খবরটি সঠিক নয় উল্লেখ করে বলেন, সরকার ও তথ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না।

বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সমম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংবাদপত্রকর্মী (চাকরির শর্তাবলী) আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে।
পত্রিকার ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়া সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বেশ কিছু সংবাদপত্র চাকরি থেকে সংবাদকর্মীদের ইচ্ছেমতো অব্যাহতি দেয়। এমনকি ঈদের সময়েও। এ বিষয়টি নিয়ে কোনো আইন করা হবে কি-না জানতে চাইলে তথ্যমন্ত্রী আইনের বিষয়টি তুলে ধরেন।
ইনু বলেন, ‘দ্য প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩’ আইনের যে জায়গায় পত্রিকা বাতিলের বিষয়টি রয়েছে সেটি আইনের একটি ধারা।
এই আইনে ডিসিদের হাতে পত্রিকার ডিক্লারেশন প্রদান এবং তা বাতিলের ক্ষমতা আগে ছিল। তবে ১৯৯০ সালের পর ডিক্লারেশন বাতিলের অংশটি তুলে দেওয়া হয়।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করতে নতুন করে কোনো আইন হচ্ছে না। তবে ১৯৭৩ সালের আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অংশীজনের সঙ্গে আলোচনা করে আধুনিক যুগের চাহিদা অনুযায়ী আইনটি হালনাগাদ করা হবে। আইনটির মৌলিক কোনো বিষয় পরিবর্তন তথ্য মন্ত্রণালয় মাথা ঘামাচ্ছে না।
আগামী মন্ত্রিসভায় উঠছে সম্প্রচার নীতিমালা
ইলেক্ট্রনিক্স মিডিয়ার জন্য খসড়া সম্প্রচার নীতিমালা আগামী মন্ত্রিসভায় উঠছে বলেও জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)