লালপুর (নাটোর) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রোববার (১৭ মার্চ) নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, দোয়া মাহ্ফিল ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ মোড় সমূহ প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এরপর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নব-নির্বাচিত লালপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেত্রী কাজী আছিয়া জয়নুল বেনু, রোকসানা মোর্তুজা লিলি, উপজেলা সমবায় কর্মকর্তা আদম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, মুসলিম এইড বাংলাদেশ এর লালপুর শাখা ব্যবস্থাপক কামাল আহম্মেদ প্রমুখ।

এছাড়া লালপুর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক সংগঠন ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচী পালিত হয়েছে।

(এমএইচ/এসপি/মার্চ ১৭, ২০১৯)