কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবাষিকী ও জাতীয় শিশু দিবসে কাপাসিয়া উপজেলা প্রশাসন ,স্কুলকলেজ মাদ্রাসা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিবস পালন করেন। 

উপজেলা প্রশাসন উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরার নেতৃত্বে সরকারী কর্মকতাওকর্মচারীরা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেনও একটি র‌্যালি বের করে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সকালে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেন।

কাপাসিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সকালে স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ফাইজ উদ্দিন ফকির,কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানাউল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাছাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ,বঙ্গতাজ কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথযোগ্য মজাদায় পালন করা হয়।

(এসকেডি/এসপি/মার্চ ১৭, ২০১৯)