পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : আজ ১৭ মার্চ রাবিবার “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন ” প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে নানা কর্মসূচির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পাংশা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পাংশা উপজেলা প্রশাসন , পাংশা মডেল থানা, আবাসিক প্রকৌশলী পাংশা বিদ্যুৎ সরবরাহ দপ্তর , বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পরে পাংশা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ , পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হবে মন্তব্য করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় উপজেলা পাংশা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক গণ ও শিল্প কলাএকাডেমির শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় শিশু দিবস/১৯ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, উপস্থিত বত্তৃতা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এম/এসপি/মার্চ ১৭, ২০১৯)