মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শিশু সমাবেশ, রচনা ও চিত্রাঅংকন প্রতিযোগিতা, র‌্যালি,কেক কাটা পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা মাধ্যমিকি শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক গাজী মোঃ আতহার উদ্দিন আহমেদ, যুগ্ন-সম্পাদক মোঃ ইউনুচ আলী সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ মল্লিক, প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু প্রমুখ।

এ সময়ে আরো উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঅংকন ও রচনা প্রতিযোগীতায় বিজীয়দের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দরা।

(ইউজি/এসপি/মার্চ ১৭, ২০১৯)