গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

সকালে আওয়ামীলীগ কার্য়ালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা র‌্যালী করে শহর প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, সহকারী অধ্যাপক ফিরোজ খানুন, বিএম বালিকা বিদ্যালয়ের ছাত্রী লামিয়া ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ঐশ্বর্য কর প্রমুখ।

শেষে রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

(এসআরডি/এসপি/মার্চ ১৭, ২০১৯)