নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিনের শুভসূচনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সকালে উপজেলার শহীদ শামস উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম দিন উপলক্ষে কেক কাটেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।

পরে তিনি উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কায়সার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলী, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, অমলেন্দু সোম রাম, কেতাব আলী, প্রমুখ।

এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।

(আরএসআর/এসপি/মার্চ ১৭, ২০১৯)