নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গ্রেফতারকৃতকে রবিবার(১৭ মার্চ)দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের খরজাহানের পুত্র রঞ্জু সরকার (২৮)কে ১০ পিস ইয়ারাসহ গ্রেফতার করেন র‌্যাব।

এ ঘটনায় নীলফামারী র‌্যাব-১৩ জেসিও ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত রঞ্জু দীর্ঘদিন থেকে ভারত থেকে চোরাই পথে ইয়াবার ব্যবসা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগ, রঞ্জু একজন চোরাকারবারী। সে দীর্ঘদিন থেকে অবৈধ পথে ভারত থেকে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইয়াবা এনে প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় এসব কারবার চালিয়ে আসছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার এসআই মাহাবুব রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। গ্রেফতারকৃত রঞ্জুকে রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে পাঠানো হয়েছে।

(এস/এসপি/মার্চ ১৭, ২০১৯)