বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা সদরসহ ৯টি উপজেলা প্রশাসনসহ মুক্তিযোদ্ধা সংসদ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, জতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করে।

বাগেরহাটে সকালে শহরের রেলরোড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা শেষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

(এসএকে/এসপি/মার্চ ১৭, ২০১৯)