গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আনন্দ র‌্যালি, শিশু সমাবেশ, চিত্রাংঙ্কন ও রচনা প্রতিযোগীতা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় শিশু সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আবু সাঈদ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাইছার প্রমুখ। এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গৌরীপুর পৌরসভা, বঙ্গবন্ধু শিশু একাডেমী বিভিন্ন কর্মসূচি পালন করে।

(এসএকে/এসপি/মার্চ ১৭, ২০১৯)