সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিশু সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। এতে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম আক্তারুজ্জামান লস্কর, ওসি ইমারত হোসেন গাজী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: বজলুর রহমান প্রমুখ।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী প্রদীপ পন্ডিত, সুসেন সাহা রায়। এছাড়া আনিসুল হক সাগর, সমরেন্দ্র বিশ্বশর্মা, নকুল সরকার ও সঙ্গীত পরিবেশ করেন। কবিতা আবৃত্তি করে নামিরা হক দৃষ্টি।

(এসবি/এসপি/মার্চ ১৭, ২০১৯)