সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে পৌরশহরের ফুলকলি বিদ্যানিকেতন মেধাবী শিক্ষার্থী ও খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মিল্কির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকার, কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, ওসি ইমারত হোসেন গাজী, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন।

শিক্ষক সুসেন সাহার সঞ্চালনায় এছাড়া আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক ও ছাত্র অভিভাবক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার ও পরিচালক ভানু চন্দ্র ভদ্র প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের হাতে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কবি ও সাংবাদিক মাহাবুব কবীর রচিত ৮টি বই তুলে দেয়া হয়।

(এসবি/এসপি/মার্চ ১৭, ২০১৯)