ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সোমবার অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোটকেন্দ্র গুলোতে ভোটারে উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। ৮৪টি কেন্দ্রের মধ্যে  দুপুর ১২টা পর্যন্ত ৩১টি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। 

বাজারের বেশীরভাগ দোকান বন্ধ থাকলেও ভোটাররা অলসভাবে ঘোরাফেরা করছে। ভোটারদের মধ্যে কোন উৎসাহ-উদ্দিপনা নেই। কোন কোন কেন্দ্রে ৪-৬ ভাগ, আবার কোন কোন কেন্দ্রে ১০-১২ ভাগ ভোট পড়েছে। বুথগুলোতে ভোট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পোলিং এজেন্টরা অলস সময় কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত কোন সহিংসতার ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সহিংসতা এড়াতে প্রশাসনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে খোদ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। ‘নৌকা’ প্রতীক পেয়ে মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। আর শক্তিশালী প্রতিপক্ষ হয়ে মাঠে ‘আনারস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

বিএনপি’র স্থগিত উপজেলা কমিটির সহ-সভাপতি আতিয়ার রহমান মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হলেও অনেক কেন্দ্রেই পোলিং এজেন্ট দেখা যায়নি। এছাড়াও মোস্তাফিজুর রহমান সোহেল স্বতন্ত্র প্রার্থী হয়ে দোয়াত-কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের ৫৬৫টি বুথে ভোট গ্রহন করা হচ্ছে। মোট ভোটার সংখ্যা ২,৪৩,৪০৫ জন।

(এসকেকে/এসপি/মার্চ ১৮, ২০১৯)