চুয়াডাঙ্গা প্রতিনিধি : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীর গুলিতে ৪৯ জন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা উলামা পরিষদ।

সোমবার সকালে শহরের বড় বাজার থানা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমবেশে বক্তারা মসজিদের মতো পবিত্র জায়গায় হামলা চালিয়ে মানুষ হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এর মত জঘন্য কাজ আর কিছু হতে পারে না। সমাবেশে অবিলম্বে দোষী ব্যক্তির শাস্তি সহ নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় ।

(টিটি/এসপি/মার্চ ১৮, ২০১৯)