মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও নেই কোন নির্বাচনী উত্তাপ। বেলা বাড়লেও অনেক কেন্দ্রেই নেই ভোটার উপস্থিতি। শহর ও আশপাশের ভোট কেন্দ্রগুলি অনেকটাই ফাঁকা। শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ৯৪নং নারী ভোট কেন্দ্রে দুপুর ১২টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায় ঐ কেন্দ্রে ভোটর উপস্থিতি একদম নেই। অনেক বোথে পুলিং এজেন্ট থাকলেও দেখা মেলেনি বিভিন্ন প্রার্থীর এজেন্টদের। 

ঐ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত মোট ৯টি বুথে ভোট পড়েছে ৭টি। কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার নীলাদ্রি শেখর দাশ জানান এই নারী কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯৯৭ থাকলেও এপর্যন্ত ৭টি ভোট পড়েছে। তবে এই কেন্দ্রের মোট ২টি বোথে একেবারেই ভোট পরেনি। একই অবস্থা দেখা যায় শহরের অন্যান্য ভোট কেন্দ্রেও।

এদিকে এখন পর্যন্ত জেলা সদরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এরইমধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার সদর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন হাফিজ আলাউর রহমান টিপু (চশমা) ও সাবেক ভিপি আব্দুল মতিন (বাল্ব)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন শাহীন রহমান (পদ্মফুল), মিতা ভূইয়া (ফুটবল), মিলি আছিয়া রহমান (প্রজাপতি), রাশিদা খান (কলস)।

(একে/এসপি/মার্চ ১৮, ২০১৯)