স্টাফ রির্পোটার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভাড়াটিয়া রাজনীতিবিদ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুলের বাবা ছিলেন জাতীয় পার্টির নেতা। তিনিও ন্যাপ ভাসানীর আদর্শের রাজনীতিবিদ ছিলেন। এখন আদর্শ বদলে বিএনপিতে যোগ দিয়েছেন। যাকে বলে ভাড়াটিয়া রাজনীতিবিদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাপ ভাসানীর প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, রাজনীতি ক্ষমতায় যাওয়া এবং অর্থবিত্ত তৈরির জন্য নয়। রাজনীতি যে ব্রত তা এখন অনেক রাজনীতিবিদ ভুলে গেছেন। তাই ভাড়াটিয়া রাজনীতিবিদের আর্বিভাব দেখা দিয়েছে। আজ এ দল, কাল ও দল করছেন।
বিএনপিকে ইসরাইলি বাহিনীর চেয়ে খারাপ উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলি বাহিনী কোনো মানুষকে গায়ে আগুন ধরিয়ে হত্যা করেনি। কিন্তু বিএনপি জামায়াত তা করেছে। এ দলটির নেতারা কেউ মস্কোপন্থী, কেউ চীনপন্থী, কেউ বাম, কেউ আতি ডানপন্থী। দল-আদর্শছুট নেতাদের নিয়েই বিএনপি নামক দলটির জন্ম।
মাওলানা ভাসানীর জীবনের বিভিন্ন দিক আলোকপাত করে বলেন, তার স্নেহেই জাতির জনক বঙ্গবন্ধু রাজনীতি শিখেছেন। মাওলানা ভাসানীর মতো ত্যাগী রাজনীতিবিদ আজ বড় প্রয়োজন।
ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ফাতেমা জাহান সাথী প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)