নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষোপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮মার্চ) সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। মেলায় উপজেলার ছয়টি ক্লাস্টারের স্টলের মাধ্যমে কি কি উপকরনের মাধ্যমে কিভাবে পাঠদান করা হয় সে বিষয়ে আলোকপাত করা হয়।

মেলা সম্পর্কে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ বলেন, প্রাথমিক শিক্ষা খাতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এ মেলার আয়োজন। মেলার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা জানতে পারছে শ্রেণী পাঠদানে কিভাবে উপকরনের ব্যবহার করতে হয়।

এছাড়া প্রাক প্রাথমিক শ্রেণীতে আসতে শিশুদের আগ্রহী করতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, সহকারি শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ হোসেন, আসাদুজ্জামান চৌধুরি, জি এম ফুয়াদ, শিপ্রা সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।

(আরএসআর/এসপি/মার্চ ১৮, ২০১৯)