নওগাঁ প্রতিনিধি : সোমবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁয় শান্তির্পর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এদিন নওগাঁর সদর উপজেলা ছাড়া অন্য ১০ উপজেলার মোট ৬০৮টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযন্ত বিরামহীনভাবে ভোটর গ্রহন চলে।

তবে কিছ কিছুু কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে যে সব ভোটার এনক্লোজারের ভিতরে হাজির হন, তাদের ভোটগ্রহন সন্ধ্যা পর্যন্ত চলে। এবারের ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামুলক কম পরিলক্ষিত হয়। তবে আইন শৃংখলা পরিস্থিতি খুবই ভাল আছে।

জেলার ১১ উপজেলার মধ্যে নওগাঁ সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দিতায় তিনটি পদেই একক প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাকী ১০টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০ উপজেলায় মোট ভোটার ছিল ১৬ লাখ ৯১ হাজার ১৬০ জন।

নওগাঁর পোরশা উপজেলার পোরশা হাই মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আলম বলেন, খুব সুন্দর ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

অপর দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঁঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্ব পালনের সময় মাজেদুল ইসলাম (৫০) নামে একজন প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

(বিএম/এসপি/মার্চ ১৮, ২০১৯)