রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার চুড়ান্ত ডাক দিয়েছিলেন। তার অনেক আগে থেকে তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিলেন। চার দশক আগে বেক্সিমকো গ্রুপের ফিসারিজ লি: নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল সাতক্ষীরায়। এ কারণে এ জেলার প্রতি তাঁর আন্তরিকতা রয়েছে। তিনি সাতক্ষীরায় এগ্রোবেজড ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন। 

সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ প্রমুখ।

এসময় প্রধান অতিথি সালমান এফ রহমান সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধি স্কুলের উন্নয়নে ব্যক্তিগতভাবে দশ লাখ টাকার অনুদানের ঘোষানা দেন।

(আরকে/এসপি/মার্চ ১৮, ২০১৯)