চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আলীম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম  উপজেলার জয়রামপুর নওদাপাড়ার আহাদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, রাতে আলীম মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আছড়ে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(টিটি/এসপি/মার্চ ১৯, ২০১৯)