লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১টি মোটরসাইকেলসহ ১০টি বাড়ি ভাংচুর করা হয়েছে। ঘটনার পর সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুলোল ঠাকুর সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মুজিবর মৃর্ধা সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। বুধবার সন্ধ্যায় দুলোল ঠাকুর সমর্থিত ওকি শেখ মৃর্ধা পাড়ায় গেলে মুজিবর মৃর্ধা সমর্থিত লোকজন তাকে ধাওয়া করে গ্রাম ছাড়া করে।

এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দুলোল ঠাকুরের নেতৃত্বে নজরুল শেখ, হাসান বিশ্বাস, ওকি শেখসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী লাঠি, রামদা, সড়কি নিয়ে অতর্কিত ভাবে প্রতিপক্ষ তারিকুল শেখ, টিপু সুলতান, বুলবুল কাজী, সাহিদ কাজী, হোসেন শেখ, হিসু কাজী, নুর ইসলাম মৃর্ধা, কাফি মৃর্ধা, মোশারফ কাজী ও আতিয়ার কাজী’র বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা বিএনপি নেতা টিপু সুলতানের একটি মোটরসাইকেল ভাংচুর করে। ঘটনার পর সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(আরএম/অ/জুলাই ২৪, ২০১৪)