নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে জীবনের প্রথম ভোট দিয়ে কেন্দ্র থেকে বাসায় ফেরার পথে চলন্ত মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে গাছে ধাক্কা লেগে রেজুয়ান কবির (১৮) নামে এক মেধাবী শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে রেজওয়ান সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে আইহাই ইউনিয়নের আইহাই ভোট কেন্দ্র ভোট দিয়ে বন্ধুদের সঙ্গে একটু এদিক সেদিক ঘোরাফেরা করে পরে তার বন্ধুর একটি মোটরবাইক যোগে নিজ গ্রাম গৌরীপুর ফিরছিল। এমন সময় রাস্তায় তার বাইকটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপরেই পড়ে যায়। এতে তার বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। সঙ্গে সঙ্গে লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী রেজওয়ান রাজধানী ঢাকায় একটি বিশ্ব বিদ্যালয়ে প্রকৌশল বিভাগে লেখা পড়া করছিল। সে এবারে প্রথম ভোটার হয়ে ভোট প্রদানের জন্য বাসায় এসেছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে। মৃত রেজওয়ান উপজেলার আইহাই ইউপির ৪নং ওয়ার্ডের মো: সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

(বিএম/এসপি/মার্চ ১৯, ২০১৯)