স্টাফ রির্পোটার : দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস ছয় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন।
আসামিরা হলেন, সাংবাদিক আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা, বেলাল হোসেন কিসলু, সবুজ খান, রাজু মুন্সি ও হাবিব হাওলাদার কারাগারে আটক আছেন। আসামি মো. রাসেল পলাতক আছেন।
এ সময় আসামিরা নির্দোষ দাবি করলে বিচারক আগামি ১২ আগস্ট সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন।
গত বছরের ২৪ ডিসেম্বর রাতে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাবকে তার রামপুরার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২৫ ডিসেম্বর সকালে আফতাবের লাশ উদ্ধার করে পুলিশ।
সামিরা আফতাবকে হত্যা করে তার বাসা থেকে নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
ঘটনাটি তদন্ত করে গত ২৫ মার্চ ৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় র‌্যাব।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)