বরগুনা প্রতিনিধি : সুন্দরবনের প্রখ্যাত জলদস্যূ হালিম বাহিনীর প্রধান আ. হালিম খাকে (৪৫) গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের রাসেল স্কয়ার থেকে তাকে আটক করা হয়। তিনি পাথরঘাটা উপজেলা হাড়িটানা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

পাথরঘাটা থানার ওসি জি.এম শাহনেওয়াজ জানান, হালিমের বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা থানায় ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মন্নান মাঝি বলেন, আ. হালিম বঙ্গোপসাগরে ও সুন্দরবনের আশেপাশে জলদস্যূতা করে এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। জলদস্যু হালিম সুন্দরবনে আস্তানা গড়ে সেখানেই তার দলবল নিয়ে থাকতো।

(এমডি/অ/জুলাই ২৪, ২০১৪)