স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের হয়েছে।

বুধবার সকাল ৮টায় জামায়াত-শিবিরের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের ২ শতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। এ সময় টহলরত পুলিশ মিছিলে বাধা দেয়। পরে থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে মিছিলটি ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করার সময় কয়েক জন শিবির কর্মীকে আটক করেন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বলে দাবি করেন ঢাকা মহানগর উত্তর শিবিরের প্রচার সম্পাদক হাসিফুর রহমান সাগর।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল ৮টায় শিবির কর্মীরা একটি মিছিল বের করলে আমরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেই। মিছিল থেকে কাউকে আটক করা হয়নি। তবে এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সরকার ভারতকে বিদ্যুৎ ও করিডোর দেওয়ার প্রতিবাদে বুধবার এ কর্মসূচির ডাক দেয় জামায়াত-শিবির।

(ওএস/এইচআর/এপ্রিল ১৬, ২০১৪)