কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চান্দিনা উপজেলার মাতাইয়া এলাকায় এই যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, সকাল ৬টার দিকে মাতাইয়া এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বারপাড়া থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, বিকল হওয়া ট্রাকটি আধা ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হলেও গাড়ির অতিরিক্ত চাপ থাকায় এবং চালকরা এলোপাতাড়ি গাড়ি রাখায় এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)