আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চার দিনব্যাপী এক মিনিটের চলচিত্র নির্মান কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে।

ইউনেসেফ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশাল ও শর্ট ফ্লিম ফার্মের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ২০ বছরের শিশু-কিশোরদের অংশগ্রহনে বরিশালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল শের-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কবিরুল ইসলাম বাকি, জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইকবাল আখতার, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ প্রমুখ। পরে সেখানে নির্মান করা এক মিনিটের ১০টি চলচ্চিত্র প্রদর্শর্নী করার পর্ব শেষে প্রধানঅতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০১৯)