স্টাফ রির্পোটার : বেতন-বোনাস নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিজিএমইএ ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আগামী শনিবার দুপুর ২টায় আবারো বৈঠক বসবে।

বুধবার বিকাল ৫টা থেকে বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ৯টায়।
বৈঠকে মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান কচি ও সংগঠনের ওয়েলফেয়ার অ্যান্ড আরবিট্রেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহাদ আনসারি এবং শ্রমিকদের পক্ষ থেকে ছিল ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার ফের বৈঠক বসার ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন আহাদ আনসারি। সেদিন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
এর আগে সকাল থেকেই বিজিএমইএ ভবন ঘেরাও করে রাখে তুবা গ্রুপের ৫টি পোশাক কারখানায় কর্মরত প্রায় ১৬শ’ শ্রমিক। ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা।
মঙ্গলবার শ্রমিকদের বেতন ও বোনাস দেয়ার কথা থাকলেও ব্যাংকে গিয়ে তারা কোনো টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল থেকে বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রাখে।
প্রায় ২ বছর আগে আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন কারাগারে থাকায় অগ্রীম টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ। দেলোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার মিতা এ গার্মেন্টসের চেয়ারম্যান।
এদিকে প্রয়োজনে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)