বাগেরহাট প্রতিনিধি : সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের (পিআইবি) দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ বাগেরহাট শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে শুরু হওয়া এই প্রশিক্ষণে বাগেরহাট জেলা সদরে কর্মরত ৩১ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে পিআইবির শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবীন সাংবাদিক অধ্যাপক এবিএম মোর্শারফ হুসাইন। প্রথম দিনের প্রশিক্ষণে সিনিয়র সাংবাদিক রহমান মোস্তাফিজ, পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন প্রমুখ নির্ধারিত বিভিন্ন বিষয়ে উপর দিক নির্দেশনা প্রদান করেন।

তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করেছে। সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে তথ্য সমৃদ্ধ করাসহ এসংক্রান্ত রিপোর্ট ও ফিচার লেখায় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

(এসএকে/এসপি/মার্চ ২০, ২০১৯)