নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গাঁজা বিক্রির অভিযোগে দুই গাঁজা ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। বুধবার (২০শে মার্চ) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার পিএসআই আবুল কালাম আজাদ অভিযান চালিয়ে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ী বাজারের ঝিলিক হোটেলের সামনে থেকে দুই গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেন। আটককৃতরা হলেন-টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আব্দুল আজিজ (৫৫), টেপাখড়িবাড়ী গ্রামের আজিজার রহমানের পুত্র লুৎফর রহমান (৩০)।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাজমুন নাহার ঘটনাস্থলে ভ্র্যাম্যমান আদালত বসিয়ে আটককৃত দুই গাঁজা ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তবে স্থানীয়দের দাবি দন্ডপ্রাপ্ত দুই ব্যক্তি মাদকসেবী হলেও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেননা।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

(এস/এসপি/মার্চ ২০, ২০১৯)