সুখ তুমি কোথায়?

সুখ বলে যদি কিছু থাকে
সেই সুখ আসে মরনের পরে,
পৃথিবীতে যতদিন থাকবো বেঁচে
সেই দিনগুলোই কষ্টের জীবন।
-
সুখের খোঁজে ঘুরছি সবাই
সুখ খুঁজে পাওয়া যায় না কোথাও,
আসল সুখের নাগাল পেতে
চলতে হবে মাওলার পথে।
-
সামান্য কষ্ট পেলে আমরা
দুখের কাছে হার মেনে যাই,
তখনই সুখ হারিয়ে যায়
অন‍্যের কাছে হয়ে নিরুপায়।
-
জীবন সুখের খোঁজে সবাই
হারিয়ে যাই দুখের ঘরে,
জীবন মোদের সুখে থাকে
জন্মের পরেই মাওলার কাছে।
-
সুখ সুখ করে সবাই ঘুরে থাকি
অন‍্যায়ের পথে লোভের নেশায়,
সেই সুখ থাকে ক্ষণস্থায়ী
অল্পতেই সেই সুখ যায় পালিয়ে।
-
সৎকাজের মধ্যে থেকে
আমরা করবো গঠন জীবন,
ধীরে ধীরে আসবে জীবনে সুখ
থাকবে জীবন সৌন্দর্যে ভরে।

বন্ধুত্ব

এমন যে এক আজব নেশা
এটাই যেন সবার পেশা,
বাঁচার তরে করছে লড়াই
টাকার পিছে ঘুরছে সবাই l

ভাই বলো আর বন্ধু বলো
মন মানুষও এমন হলো,
টাকার ঘ্রাণটি শুধুই পেলো
টাকার জন্যই কাছে এলো l
-
জীবন যুদ্ধে সবাই লড়ে
মরার ভয়ে পালিয়ে মরে
তবুও মিললে টাকার খবর
মরণ কেও যে আপন করে।
-
শত বন্ধু ছিলো মিছে
সবাই ছিলো টাকার পিছে
কেনো সবাই এমন যে হয়
টাকার জন্য সব অভিনয়?
-
রেস্তোরাতে গল্প কষে
আড্ডা দিতো জমিয়ে বসে
সবাই খেতো সবাই যেতো
পকেট খালি আমার হতো।
-
বন্ধু হয়ে কাছে আসতো
ভালো নাকি আমায় বাসতো
সবই ছিলো ছলছলনা
সত্য বন্ধু কেউ হলো না।