গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের স্থগিতকৃত নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এর প্রেক্ষিতে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রির্টানিং অফিসার মোছা রোখছানা বেগম এক গণ বিজ্ঞপ্তি জারি করেছেন। গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৩১মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজমুল ইসলাম এর হাইকোর্টে পিটিশনের কারণে ওই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে চেয়ারম্যান পদে তাকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ প্রদানসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন হাইকোর্ট । এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ৫ম উপজেলা পরিষদ নির্বাচন এর গোবিন্দগঞ্জের রিটার্র্নিং অফিসার ১৫ মার্চ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভোট স্থগিত ঘোষনা করেছিলেন।

(এসআরডি/এসপি/মার্চ ২১, ২০১৯)