আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মীয় অন্যতম উৎসব দোলযাত্রা পালিত হয়েছে। দোল উৎসবকে ঘিরে নারী পুরুষ সকল বযসীরা মেতেছিল হোলি (রং) খেলায়।

বৃহস্পতিবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত উৎসবে উপজেলার সনাতন ধর্মীয় সকল বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে সব বয়সের লোকজন হোলি খেলায় মেতে উঠেছিল। অনেকে আবির মেখে বিভিন্ন আত্বীয়-স্বজনের বাড়িতে গিয়েও তাদেরকেও আবির দিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। প্রতি বছরই দোল পূর্নিমা তিথিতে দোল যাত্রা অনুষ্টানে হোলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০১৯)