সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল। 

উপজেলা পরিষদ চত্তরে ২৩ মার্চ দুপুর ১২টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি এ স্লোগানকে সামনে তুলে ধরে ২ দিন ব্যাপী এ মেলায় ১৫টি স্টলে হরেকরকম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় উপস্থাপন করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দিক নিদের্শনামূলক বক্তব্য দেবেন বিজ্ঞান মনষ্ক নেতা এম.পি অসীম কুমার উকিল। এ মেলায় নতুন প্রজন্মের শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সুধিজন অংশ নেবেন।

(এসবি/এসপি/মার্চ ২১, ২০১৯)