সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাটেশ্বরী নদীতে প্রভাবশালী জনৈক এক ব্যক্তি নদী কেটে পুকুর খনন করছে। ব্যক্তিগত ভাবে মাছ চাষ করে লাভবান হওয়ার উদ্দেশ্যে নদীর গতপথ পরিবর্তন করে পুকুর খনন করছে। 

রেন্ট্রিতলা নামক ব্রীজের পশ্চিম পার্শ্বে পাটেশ্বরী নদীতে এ পুকুর খনন করা হচ্ছিল। এক কালের খরস্রোতা নদীটি অযত্ন অবহেলায় ও খননের অভাবে এখন অধিকাংশ স্থানেই ফসলের মাঠ। নদীতে পানির অভাবে ফলে নৌযান চলাচল বন্ধ থাকা সহ নদীর দু’পাশের বোরো জমিতে সেচ কাজও দেয়া সম্ভব হয়না। এর পরও নদীতে স্থানে স্থানে বাঁধ দিয়ে নদী ভরাট করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, নদীতে পুকুর খননের খবর পেয়ে সার্ভেয়ার পাঠিয়ে তা বন্ধ করে দিয়েছি। এর পরও যদি থেমে না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসবি/এসপি/মার্চ ২১, ২০১৯)