ধামরাই (ঢাক) প্রতিনিধি : প্রধান শিক্ষকদের গ্রেডের পরে,১১তম গ্রেডের বাস্তবায়ন ও উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে বৃহস্পতিবার সকাল এগারটায় ঢাকার ধামরাই উপজেলা চত্তরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে ধামরাই উপজেলা শিক্ষক সমিতি। 

মানববন্ধন কর্মসূচীতে ধামরাইয়ের দুই শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাচ শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা চত্তরে এক পথ সভা করেন শিক্ষকবৃন্দরা।পথ সভায় বক্তাব্য রাখেন আসন্ন পঞ্চম ধাপে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মিজানুর রহমান, ধামরাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবিউল করিম,শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারী হুমায়ুন কবীর

সহকারী শিক্ষিকা সেলিনা খাতুন বলেন প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নিধারন করছেন সরকার। আমরা সহকারী শিক্ষকরা এর পরের গ্রেডে এগার তম গ্রেডে বেতন ভাতা দাবী করে আজকে এই মানব বন্ধনে মিলিত হয়েছি।আশা করি আমাদের এ দাবী পুরন করবেন সরকার।

ধামরাই উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কিবরিয়া বলেন-
প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতনের মাঝ খানে তিনটি গ্রেডের বৈষম্যের সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষকদের দশম গ্রেডের ঘোষনা দিয়েছে।আদালতের মাধ্যমেও এ রায় এসেছে। আমরা ঠিক তার পরের গ্রেড অর্থাত এগার তম গ্রেডে বেতন দাবী করেন।একারনেই আজকে এই মাবন বন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

(ডিসিপি/এসপি/মার্চ ২১, ২০১৯)