চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি-এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় অলিম্পিয়াড-২০১৯ এর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার।

বৃহস্পতিবার দুপুরে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সি.সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) ফজল ই খুদা পলাশ,উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম,বিআরডিবিরি চেয়ারম্যান পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন মিয়া,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মির্জা আবু হায়াত কামাল মোঃ জুয়েল,মোঃ শাহ আলম, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, শরিফুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আঃ মান্নান মুন্নাফ, সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, চাটমোহরপাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইছাহাক আলী, চাটমোহর পলিটেকনিকের পরিচালক এম এ মতিন প্রমুখ।

বিজ্ঞান মেলায় ২১টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

(এসএইচএম/এসপি/মার্চ ২১, ২০১৯)