মাদারীপুর প্রতিনিধি : ‘ভোট কেন্দ্র বা ভোট কেন্দ্রের বাহিরে কোন ধরনের অনিয়ম হলে আপনারা তা মেনে নিবেন না। যার যার জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোন প্রকার চাপের কাছে নতি স্বীকার করবেন না। ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে সেদিকে নজর রাখতে হবে। আমার দৃর বিশ্বাস আপনাদের মেধা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।’ 

আগামী ২৪ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত বৃহত্তর ফরিদপুরের ৪টি জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ( অব. ) এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরো বলেন, প্রতিটা ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারে এবং বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে সে দিকেও লক্ষ্য রাখবেন। আইনের যথাযথ প্রয়োগ করে একটি আইনানুগ নির্বাচন সম্পন্ন করবেন। নির্বাচন কর্মকান্ড পরিচালনার জন্য আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়ারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। আপনারা কেউ অতি উৎসাহিত হবেন না। যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করবেন। আপনারা যদি কোন প্রকার চাপের মুখে নতি স্বীকার করে নিরক্ষেতা বজায় রাখতে না পারেন তা হলে সে নির্বাচন আইননানুগ হবে না। নির্বাচন আইননানুগ না হলে তার সমস্তদায় ভার নির্বাচন কমিশনের উপর পড়বে। আমরা চাই একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ সুন্দর আইননানুগ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার সহিসংতা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবেন।

মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজা।

সভায় শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন অফিসার নুরুজ্জামান তালুকদার, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোখলেছুর রহমান সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, মাদারীপুরের জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান, র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইছ উদ্দিন প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহত্তর ফরিদপুরের ১৬টি উপজেলায় ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এএসএ/এসপি/মার্চ ২১, ২০১৯)