বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন উপকূলের চিলা ইউনিয়নের ৭টি স্কুলের দরিদ্র ১৯৬ শিক্ষার্থীদের স্কুল সামগ্রী বিতারণ করা হয়েছে। মোংলা  উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বৃহস্পতিবার দুপুরে জয়মনি চার্চ অব দ্যা ন্যাজ্যারীন নামের একটি প্রতিষ্ঠানের দেয়া এসব স্কুল সামগ্রী বিতারণ করা হয়। 

সুন্দরবন উপকূলের দুর্গম এলাকার স্কুলগুলোতে দরিদ্র শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাসহ শিক্ষা বিস্তারে দেয়া এসব স্কুল সামগ্রীর মধ্যে রয়েছে, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, জুতা, খাতা, কলম, সাবান, শেম্পু ও পাউডার।

শিক্ষার্থীদের স্কুল সামগ্রী বিতারণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একটি বাড়ী একটি খামার প্রকল্প’র উপজেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান, চাদপাই ইউপি সদস্য মো. সেলিম, জয়মনি চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের সভাপতি রেভারেন্ড টিটো গাইন, প্রকল্প ব্যবস্থাপক রেভারেন্ড সন্তোষ দাস, হিসাব রক্ষক রানা

(এসএকে/এসপি/মার্চ ২১, ২০১৯)