স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে পিরোজপুর জেলায় দায়ের করা মামলার অভিযোগপত্রের কপি তলবে উভয়পক্ষের আবেদন খরিজ করে দিয়েছে আদালত।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। ১০ এপ্রিল যুক্তি উপস্থাপন শেষ হয়।

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামিপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করে।

গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

(ওএস/এইচআর/এপ্রিল ১৬, ২০১৪)