গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শুক্রবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের ৪টি ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুল হামিদের বাড়িতে আজ শুক্রবার পৌনে ৫ টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই বাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে আসবাবপত্র, ধান-চাল, নগদ দেড় লক্ষ টাকা ও আনুসাঙ্গিক অন্যান্য জিনিসপত্রসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় ঘন্টা খানেক পর আগুন নেভাতে সক্ষম হয়।

কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন জানান, বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী গ্রামে দাওয়াত খেতে যাওয়ার পর অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউনিয়ন পরিষদ ও সরকারী ভাবে সহায়তার আশ্বাস প্রদান করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল হামিদ ঘটনা নিশ্চিত করে জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে এবং আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

(এসআরডি/এসপি/মার্চ ২২, ২০১৯)