দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দুই পা জোড়া লাগানো অদ্ভুদ প্রকৃতির শিশুর জন্ম নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে দেখতে তার বাড়িতে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার পৌর এলাকার কানাহার গ্রামের মো. রাজু ইসলামের স্ত্রী শিমু খাতুন গত শুক্রবার বেলা পৌঁনে দুইটায় পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে দুই পা জোড়া লাগানো ওই অদ্ভুদ শিশুটির জন্ম দেন। পরে সন্ধ্যায় শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে আসা হলে কথিত মৎস্যকণ্যাকে দেখতে উপজেলার বিভিন্নপ্রান্তর থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সী হাজার হাজার নর-পুরুষ।

জন্ম নেওয়া শিশুটির নানী আয়েশা বেগম বলেন, শিশুটি জন্মের পরপরই মারা যায়। মরদেহ নিজ বাড়িতে আনা হলে প্রতিবেশীরা শিশুটিকে দেখে গুঞ্জণ শুরু করে। সকলেই শিশুটিকে মৎস্যকণ্যা হিসেবে বলাবলি করায় বিষয়টি চারিদিকে ছড়িয়ে পরলে শিশুটিকে দেখতে তার বাড়িতে হাজার হাজার উৎসুক নর-নারীর ভিড় জমে। তবে ওইদিন রাত ৯টায় স্থানীয় কানাহার কবর স্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।

(এসিজি/এসপি/মার্চ ২৩, ২০১৯)