বাগেরহাট প্রতিনিধি : মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার গোনাই ব্রিজের কাছে শুক্রবার রাতে আকস্মিক ঝড়ে একটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়ার পর যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। 

পুলিশ আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে। আহতদের মধ্যে বাস ও ট্রাকের চালকসহ বেশ কয়েকজনের অবস্থা খুবই আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের রামপাল থানার এসআই প্রবীর বিশ্বাস জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে আকস্মিক ঝড়ে একটি গাছ সড়কের উপর ডাল ভেঙ্গে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী একটি বাস সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের উপরের অংশ উড়েই গেছে। এতে বাসের চালক মো. রফিক ও ট্রাকের চালকসহ ৩৫ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে পাঠায়।

(এসএকে/এসপি/মার্চ ২৩, ২০১৯)