ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম আবির্ভাব-বর্ষ-স্মরণ উপলক্ষে আয়োজিত ‘মহোৎসব’ অনুষ্ঠানের শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি শরীফ বলেন, অনুকূলচন্দ্র ঠাকুর ছিলেন একজন মহামানব ও অসাম্প্রদায়িক বিশ্বনেতা।

জাতি, ধর্ম নির্বিশেষে মানবতার সেবায় তিনি ব্যাপৃত ছিলেন। সকল ধর্মের মানুষই এই মহামানবের ভক্ত ছিলেন। এমপি শরীফ এসময় ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারী সৎসঙ্গের সদস্যদের ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার কাজে নিয়োজিত হওয়ার আহব্বান জানান।

ড.রবীন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মসুলমান ঐক্য পরিষদের পাবনা জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তি, সৎসঙ্গেও পাবনা চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, সৎসঙ্গের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, অনিমেষ রায় চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, যুগোল কিশোর চৌধুরী।

প্রতিবারের মতো এবারেও গত ২০শে মার্চ হতে পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তিন দিন ব্যাপী মহোৎসব শুরু হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের এই উৎসব প্রতিবছর দোল পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা হতে এমনকি ভারত হতেও লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ২৩, ২০১৯)