স্টাফ রির্পোটার : ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে জানানো হয়, আগামী ২৬ জুলাই শনিবার তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর অনুরোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকায় কার্যরত তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা থাকবে।
দেশের অন্য কোনো স্থানের ব্যাংক শাখার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলেও জানানো হয় সার্কুলারে।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)