দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক ফুলবাড়ীর সহযোগিতায় দিবসটি পালনের জন্য সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বের করা হয়।

শোভযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র মহন্তের সঞ্চালনায় আয়োজিত “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত দেশ গড়া” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত, ডা. এনায়েতুল্লাহ নাজিম উদ্দীন, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবস্থাপক আনন্দ সিংহ, ফুলবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, নার্সিং সুপারভাইজার মোছা. লায়লা আঞ্জুমান বানু, জেষ্ঠ্য সেবিকা মোছা. আকলিমা খাতুন, জেষ্ঠ্য সেবিকা মোছা. কামরুন্নাহার কেয়া, মিডিওয়াইফ দীপা রাণী প্রমুখ।

(এসিজি/এসপি/মার্চ ২৪, ২০১৯)