জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকারের মধ্য দিয়ে গতকাল রবিবার জকিগঞ্জ বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ, ডা. খালেদ আহমদ, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, রাশবিহারী বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, হীড বাংলাদেশের আব্দুল আজিজ, দীনেশ কিস্কু প্রমুখ।

ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যানে বর্তমানে যক্ষা সম্পুর্ণরূপে ভালো হয় কিন্তু শনাক্তের বাহিরে থাকা যক্ষা রোগী কিংবা যারা চিকিৎসা পুরোপুরি শেষ করেনা তাদের কারণে নতুন করে আতংক ছড়াচ্ছে ঔষধ প্রতিরোধী যক্ষা বা এমডিআর। আক্রান্ত অনেক রোগী ঔষধের কোর্স সম্পন্ন না করায় ঔষধ প্রতিরোধী যক্ষা ভয়াবহ আকার ধারন করেতে পারে। যক্ষারোগী সনাক্ত ও তাদেরকে চিকিৎসা কোর্স যাতে নিশ্চিতভাবে সম্পন্ন হয় সেই ব্যাপারে সকল স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের সচেতন হওয়ার আহবান জানান।

(এসপি/এসপি/মার্চ ২৪, ২০১৯)